কম্পিউটার আমাদের নিত্যদিনের সঙ্গী । প্রতিদিনের সকল কাজেই কম্পিউটারের ব্যবহার অপরিহার্য। কিন্তু অনেক সময় আমরা কাজ করতে গিয়ে দেখি কম্পিউটার স্বাভাবিকের থেকে স্লো হয়ে যাচ্ছে । এবং এই স্লো হওয়ার কারণ কম্পিউটার প্রসেসিং এর কাজ খুব ধীর গতির হওয়ার জন্য । সেই জন্য পিসির প্রসেসিং বৃদ্ধি করা খুবই জরুরী এবং বৃদ্ধি করার জন্য যা করতে হবে
- প্রথমে আপনার পিসির start মেনুতে গিয়ে run ট্যাবটি select করে ডাবল click করুন।
- run ওপেন হলে msconfig লিখে Enter বাটন চাপুন।
- এবার যে পেজ আসবে সেখান থেকে boot সিলেক্ট করুন।
- advance option এ click করে number of processor এ টিক চিহ্ন দিন।
- এবার আপনার processor অনু্যায়ী processor সিলেক্ট করুন।
- তারপর ok দিয়ে বের হয়ে আসুন।
- পিসি restart দিন।