একটি পেইজকে দুটি আলাদা অংশে বিভক্ত করে দুটি পেইজ হিসেবে কাজ করা যায়।
- সেল সিলেক্ট করে Page Layout ট্যাব থেকে Page Setup গ্রুপের Break অপশনে ক্লিক করলে একটি বর্ডার দ্বারা বিভক্ত হয়ে যাবে।
- Page Break অপশন ব্যবহার করার পর Page Setup ডায়ালগ বক্স থেকে Print Preview করলে দেখা যাবে যে পেইজটি প্রিন্ট করলে সেটি কি অবস্থায় প্রিন্ট হবে।
- যে অংশে থেকে পেজ ব্রেক করা হয়েছে Print করার জন্য শুধু সেই অংশ টুকু Print Preview তে দেখাবে। এবং বাকি অংশ টুকু আলাদা একটি পেইজ ধারণ করে থাকবে।
- এখন যদি আপনি Page Break উঠিয়ে ফেলতে চান, তাহলে পুনরায় রিবনের Page Layout ট্যাব থেকে Page Setup গ্রুপের Break অপশনে ক্লিক করুন।
- তারপর সেখানে Remove Page Break অপশনে ক্লিক করুন। Remove Page Break অপশন ব্যবহার করার পর Print Preview তে চেক করে বিষয়টি নিশ্চিত হতে পারেন।