মাইক্রোসফট এক্সেলে আপনি চাইলে সেলের তথ্য গোপন রাখতে পারেন। যাতে আপনার তথ্য অন্য কেউ না জানতে পারে। এটি পাসওয়ার্ড দিয়ে করা গেলেও অন্য অকটি উপায়ও আছে। যে সেলের তথ্য লুকাতে চান তা নির্বাচন করুন। এবার Format মেনু থেকে Cell… এ ক্লিক করুন অথবা সিলেক্ট করা সেলের উপর রাইট করে Format Cell এ যান। এখানের Number ট্যাবে যান। Category থেকে Custom নির্বাচন করুন। Type বক্সে লিখুন ;;; (তিনটি সেমিকোলন)। সবশেষে Ok করুন।