আমরা অনেক সময় ভুল করে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del) । যার জন্য আমাদের অনেক সমস্যা হয় । কারণ দরকারি কোন জিনিস বিনষ্ট হয়ে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । কিন্তু আপনি চাইলে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। বুঝতে পারছেন না তাইতো? তাহলে পুয়া বিষয়টা বুঝিয়ে বলি। আপনি চাইলে খুব সহজেই ডিলিট করা ফাইলটি ফিরে পেতে পারেন । কিভাবে?
আপনি প্রথমে চেক করতে পারেন কিছু অদরকারি কিছু ফাইল ডিলিট করে আবার সেটা Recovery করে, যে সফটওয়্যারটা ঠিক মত কাজ করছে কিনা?
তাহলে আপনি নিচের স্টেপগুলা অনুসরণ করুন:
১. প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন-
http://www.mediafire.com/?us5cmh15rma2zmi
২. Extract করুন । (যদি Winrar Software টি ইন্সটাল না করা থাকে তাহলে ইন্সটাল করে নেন)।
৩. Exe file Double click করুন ।
৪. welcome screen আসার পর Next Click করুন ।
৫. License Agreement Accept করে Next Click করুন ।
৬. এরপর আবার Next ক্লিক করুন ।
৭. কোথায় ইন্সটল করবেন সেটা সিলেক্ট করুন।
৮. Yes ক্লিক করুন।
৯. Finish Button এ ক্লিক করুন।
১০.এইবার File Recovery করুন।